রবিবার, ২ আগস্ট, ২০০৯

জয় গোস্বামীর কবিতা

জয় গোস্বামীর কবিতা

ছুটি

ও দূর, এবার
কাছে থাকো।
কূল, তুমি ভেসে পড়ো জলে
বলো তুমি আমায় কী বলে
ডাকবে
যদি নাম না-ই রাখো
ডাকনাম না-ই দাও যদি
আমার- তোমার- আর ছেলেমেয়েদের?
ওরা সব পথের পথের।
এরা সব অচেনা নদীর।
আমারও তাই
ভাই
ছুটি
রোদে পুড়ে পুড়ে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন