সোমবার, ৩ আগস্ট, ২০০৯

রাজাকারের পক্ষে ব্রাত্য রাইসু মাঠে নেমে পড়েছেন...

রাজাকারের পক্ষে ব্রাত্য রাইসু মাঠে নেমে পড়েছেন...
Share
Sunday, January 4, 2009 at 11:16pm | Edit Note | Delete
সদ্য সমাপ্ত ভোটে প্রত্যাখ্যাত রাজাকার ও স্বাধীনতাবিরোধীদের পক্ষে সহানুভূতি সৃষ্টির দায়িত্ব পালন করতে মাঠে নেমে পড়েছেন কবি ও সাংবাদিক ব্রাত্য রাইসু। তিনি তার বিভিন্ন ব্লগে রাজাকার পক্ষে এবং মুক্তিযোদ্ধাদের বিপক্ষে কোনরকম রাখঢাক না করেই অবস্থান নিয়েছেন। এ ধরনের অবস্থান নেওয়া তার গণতান্ত্রিক অধিকার।
জামাতের মিশন বাস্তবায়নে তিনি তরুণদের ভেতরে কাজ করার দায়িত্ব পেয়েছেন। লালন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদকারী প্রগতিশীল বুদ্ধিজীবিদের কটাক্ষ করে ভাস্কর্য ভাঙ্গার পক্ষে সওয়াল করছেন। রাজাকার ও স্বাধীনতাবিরোধীদের ভোট না দেওয়ার পক্ষে যারা সোচ্চার তাদেরকে কঠোর ভাষায় আক্রমণ করেছেন। এবং নির্বাচনোত্তরকালে তিনি রাজাকারদের পক্ষে যুদ্ধংদেহীভাবে অবস্থান নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। রাজাকারদের হয়ে লড়াই করছেন ব্লগে... অন্তর্জালে। এটা তিনি করতেই পারেন গণতান্ত্রিক রাষ্ট্রে।

উত্তরাধুনিকতার নামে শিল্প সাহিত্যের আড়ালে তার মুখোশ আসলে একজন নব্য রাজাকারের। তার প্রতিভায় যারা মুগ্ধ এই প্রতিভার কালো মুখটিকে এখন তাদের চেনা প্রয়োজন। বোঝা প্রয়োজন যে তরুণ প্রজন্ম সদ্য ভোটাধিকার প্রয়োগ করেছেন রাজাকারদের প্রত্যাখানের পক্ষে অবস্থান নিয়ে---
এই ব্রাত্য রাইসু তাদেরকে বিভ্রান্ত করে স্বাধীনতাবিরোধী খুনীদের দলে ভেড়ানোর অপচেষ্টায় নেমেছেন। তাদের প্রতি সহানুভূতিশীল করে তোলার অপচেষ্টায় রত। এবং এক্ষেত্রে তিনি অত্যস্ত কৌশলী ভাষা ব্যবহার করছেন যে ভাষা আসলে এককালের অতিবিপ্লবী, কবি, দার্শনিক এবং স্বঘোষিত কৃষিবিদের যিনি এখন জামাতিদের সংগে আছেন।
কোন ধরনের স্টান্টবাজীতে বিভ্রান্ত হবেন না।

দেখুন-
http://www.somewhereinblog.net/raisublog
http://prothom-aloblog.com/users/base/braisu/12

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন