রবিবার, ৩০ আগস্ট, ২০০৯

কবি যশোধরা রায় চৌধুরীর কবিতা

ভার্চুয়ালের নবীন কিশোর : চ্যাট
...................

ল্যাপটপে কিছুক্ষণ, অথচ তোমাকে কাল স্বপ্নে বহুক্ষণ
পেয়েছি নিভৃতে,চ্যাটে। কী চ্যাট করেছি
চেটেছি হৃদয় তোর,
মোকাকফি থেকে চাটে যেভাবে দুধেল ফেনাঘোর
সুপারহিট মোকাবিলা হয়ে গেছে নিষিদ্ধ ভেলায়
তুইও পারিস বেশ,যথেষ্ট ভাট করিস,চোখের বিদ্যুতে
প্রেডিক্টেবিলিটি এনে ,দিকশূন্যপুরে নিয়ে ছেড়ে দিস প্রেমিকশত্তুর।

কী এতো শত্রুতা,সোনা,হঠাৎ ফিরিয়ে নিস ধোঁয়াগাড়ি,
ব্যাক গিয়ার ,তারপর একাকী
আমিও তো গুটি গুটি ফিরে আসি নিজের স্ক্র্যাপবুকে



চাপ নিয়ো না তো, খোকা! তুমি বলছ: তাহলে এগুলো
কী তোমার?
উঁকি টুকি খেলা, ওগো মেয়ে ?
সারা গায়ে গুঁড়ো গুঁড়ো লেগে আছে মহাশূন্য-ছুঁয়ে আসা তেজস্ক্রিয় ধুলো
সমস্ত ঝেঁটিয়ে আনো, তারপর সেই সে ঝাঁটায় চেপে ঘোর উদাসীন
যেরকম ব্ল্যাক মেজিক: সারাদিন রয়েছ আলাপে

ল্যাপটপে কিছুক্ষণ,অথচ তোমাকে কাল স্বপ্নে বহুক্ষণ
স্মুচ,সোনা। না না, সেই ঠান্ডা এক মসৃণ সফরে
স্কাইডাইভ – আমিও ফ্যান্টম
সুপার উরম্যান তুমি। সোনা নও আর
প্লাটিনাম, গুঁড়ো গুঁড়ো
প্লাটিনাম, আর অহংকার

পুনরায় চ্যাট করছি ? এবার ফিরাও মোরে, রিয়ালিটি বাইট দাও ঠোঁটে।

1 টি মন্তব্য:

  1. বালিকা পুতুল
    বালিকা পুতুল!তুমি কি যে চতুর?
    মায়া ভরা আঁখি নিলা ভরা পাপড়ি
    ঘুমাওনি বুঝি এখনও, সে তো আমি জানি
    বাহিরে দেখ মেঘলা মেঘলা আকাশ
    গুড়িগুড়ি বৃষ্টি, মন কাড়া তোমার সোপান
    ব্যাকুনিটা তোমার জন্য এখনও অপেক্ষামান।

    ভাবছটা কি শুনি? যতটুকু জানি!
    হাবু ডুবু খাচ্ছ বুঝি-চিন্তার রাজ্যে এখনও তুমি!
    হা হা হা ভাব, কিছু কথা বল!
    পাও না বুঝি কোন কুল কিনারা
    পাবে না! পাবে না! সেও আমি জানি।

    বালিকা! বালিকা পুতুল! সেও তো তুমি
    আমার একটা কথা শোন, রাগ করো না
    তুমি তো এখন আর খুব ছোট নয়
    হা হা হা লজ্জা পেয়েছ বুঝি?
    লাজ লজ্জা শরম সব সব ছাড়
    তোমাকে বলি শোন-মন দিয়ে শোন
    চোখের পাপড়ি খোল মনের দরজা আলগা করো।

    বালিকা পুতুল! বালিকা পুতুল!
    মনটা খারাপ করে দিলাম বুঝি
    ভালো লাগে নাই সেও আমি জানি
    চিন্তা ভাবনা থামাও!একটু তাকাও।
    খোলা খোলা দ্বার জানালাটা একটু সামলাও
    পর্দাটা করে রেখেছ কেন আড়াল?
    হা হা হা! হা হা হা! তুমি এখন কি করো
    বলা যাবে না বুঝি? সেটাও কি বুঝি তুমি তুমি?

    উত্তরমুছুন