সোমবার, ৩ আগস্ট, ২০০৯

সন্তোষ রায়ের কবিতা

Sunday, December 28, 2008 at 11:34am | Delete
সন্তোষ রায়ের কবিতা
জমিন

অনুরোধ করি না কাউকে; দেবতাকেও না।
বলি না, একখণ্ড মাটি দাও।
বাবা ছিলেন মাটির মানুষ, তারই
দান আমি।

শুতে গেলে মনে হয়- একখণ্ড জমিন পড়ে আছি-
দু'দিকে বিবদমান মানুষ, মাঝখানে আমি আলবাঁধা।

কাদা নিয়ে উঠে আসি।
আমি কি খাই? আমার কোন শেকড় নাই।
ব্যথা কি পাই? আমার কোন তন্ত্র নাই,
মন্ত্র নাই।

মা, তুলসীতলার প্রদীপ।
দেখেন, বোঝেন সব।
চোখ বুজে কা'র জন্যে অনুরোধ করেন, আমি জানি না।

আমি অনুরোধ করি না কাউকে
দেবতাকেও না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন